হেন বৈষ্ণব নিন্দে যদিসর্বজ্ঞ হই’।সে জনের অধঃপাত—সর্ব শাস্ত্র কই॥
সর্বসিদ্ধি লাভ করিয়াও যদি কেহ বৈষ্ণবের গর্হণ করে, তাহা হইলে সে নিশ্চয়ই অধঃপতিত হয়। ইহা সর্বশাস্ত্রে কথিত হইয়াছে।