পুত্রের শ্রীমুখ দেখি’ আই জগন্মাতা।নিজ দেহ আই নাহি জানে আছে কোথা॥
শ্রীগৌরসুন্দরের শ্রীমুখ-দর্শনে জননী শচীদেবী আত্মহারা হইয়াছিলেন। ভগবন্মুখ-সৌন্দর্যে বিমূঢ়া হইয়া আপনার জননীবোধ ও পুত্র-বাৎসল্য পর্যন্ত বিস্মৃত হইয়া পড়িয়াছিলেন।