প্রাকৃত-শব্দেও যেবা বলিবেক ‘আই’।‘আই’-শব্দপ্রভাবেও তার দুঃখ নাই॥
‘চলিত ভাষায় ‘আহ’ শব্দের প্রয়োগ। শ্রীগৌরসুন্দরের জননীকে যাঁহারা ‘আই’ বলিবেন, তাঁহাদের সকল দুঃখের মোচন হইবে।