পিতা, মাতা, গুরু,—নাহি জানি যে কিরুপ?খায়, পরে সকল,বলায় ‘অবধূত’॥
ইহার পিতা-মাতা বা কিরূপ গুরুর শিষ্য, তৎপরিচয় নাই, আপনাকে অবধূত বলিয়া প্রদর্শন করে এবং সকলের নিকট হইতে ভোজনাদি-দান প্রতিগ্রহ করে।