পশ্চিমার ঘরে ঘরে খাইয়াছে ভাত।
কুল, জন্ম, জাতি কেহ না জানে কোথাত॥
স্বদেশের অভিমান যাহাদের প্রবল, তাহারাই বিদেশিগণের প্রতি কুবাক্য বলিয়া থাকে। পূর্বদেশের লোকেরা পশ্চিমদেশের লোকদিগকে পশ্চিমা’ বলিয়া গর্হণ করে—তাহাদের জাত্যংশের হীনতা সম্পাদন করে। নিত্যানন্দ কোন কুলে উদ্ভূত, কোন্ শ্রেণীর ব্যক্তি, তাহা কেহই জানে না, কোথায় জন্মস্থান, তাহাও নিরূপিত হয় না। সে পশ্চিমদেশীয় লোকের বাড়ীতে খাইয়া বেড়ায়॥