আরবার নিত্যানন্দ সংভ্রম পাইয়া।দিলেন নয়নে জল নির্ঘাত করিয়া॥
অপতিতভাবে চক্ষে জল প্রক্ষেপ করায় অদ্বৈত প্রভু যাতনা পাইয়া বলিলেন, “মাতাল হইয়া ব্রাহ্মণ বধ করিতে পারিলেই কি সন্ন্যাসী হওয়া যায় ?