নিত্যানন্দ বলে,—“মুখে নাহি বাস লাজ।হারিলে আপনে—আর কান্দলে কি কাজ?”॥
শ্রীনিত্যানন্দ-প্রভু শ্রীঅদ্বৈতকে বলিলেন,—তুমি জলযুদ্ধে হারিয়া গিয়াছ, তাহাতে তোমার লজ্জা হয় না। আবার উঁচু মুখ করিয়া ঝগড়া করিতে আসিয়াছ।