“নিত্যানন্দ-মদ্যপে করিল চক্ষু কাণ।
কোথা হৈতে মদ্যপের হৈল উপস্থান॥
শ্রীনিত্যানন্দ-প্রভু শ্রীঅদ্বৈত-প্রভুর চক্ষুর্দ্বয়ে জলের ঝাপ্টা মারায় অদ্বৈত-প্রভু প্রণয়কলহ ছলনায় নিত্যানন্দকে ‘মদ্যপ’ সম্বোধন করিয়া বলিলেন,—এই মাতালটী কোথা হইতে আসিল ? এ আমার দৃষ্টিশক্তি রুদ্ধ করিয়া অন্ধ করিয়া দিল।