অনন্ত চৈতন্য-ভৃত্য—কত জানি নাম।বেদব্যাস হৈতে ব্যক্ত হইবে পুরান॥
শ্রীচৈতন্যদেবের ভৃত্যসংখ্যা—অসংখ্য। শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব পুরাণাদি ঐতিহ্য-গ্রন্থে চৈতন্য-ভৃত্যগণের কথা লিপিবদ্ধ করিবেন।