মহাভব্য বৃদ্ধ সব—সেহ শিশুমতী।এই মত হয় বিষ্ণুভক্তির শকতি॥
মহাভব্য,—পরম শিষ্টাচারবিশিষ্ট; যেরূপ যোগ্যতা সজ্জনসমাজে প্রয়োজনীয়, সেইরূপ গুণবিশিষ্ট; সভ্য, অচঞ্চল।