Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 326

Language: বাংলা
Language: English Translation
  • নগ্নমাতৃক-ন্যায়াবলম্বনে ভক্তের পূর্বাবস্থার বিচার-দোষাবহ—

    এ দুই-জনেরে যে করিব পরিহাস।
    এ দু’য়ের অপরাধে তার সর্বনাশ

    পূর্ব-পাপ বিচার করিয়া যাঁহারা “নগ্নমাতৃক-ন্যায়” অবলম্বনপূর্বক জগাই-মাধাইকে পরবর্তী সময়েও পাপী জ্ঞান করিবেন, তাঁহারা উহাদের চরণে অপরাধী হইয়া নিজ সর্বনাশ আনয়ন করিবেন। “ন প্রাকৃতত্বমিহ ভক্তজনস্য পশ্যেৎ” এবং “অপি চেৎ সুদুরাচারো” শ্লোকদ্বয় এতৎ-প্রসঙ্গে আলোচ্য।

Page execution time: 0.0662860870361 sec