এতেকে যতেক কৈল এই দুই জনে।
করিলাঙ আমি, ঘুচাইলাম আপনে॥
জগাই-মাধাই এইরূপ অহঙ্কারে মত্ত হইয়া স্বীয় স্বতন্ত্রতার অপব্যবহার করিতেছিল। আমি স্বয়ং তাহাদিগের ঐ অমঙ্গল নাশ করিলাম অর্থাৎ তাহাদিগের স্বাধীন ইচ্ছার অপব্যবহারজনিত ‘করিলাম’, ‘বলিলাম’ প্রভৃতি কুবিচার হইতে মুক্ত করিলাম।