Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 319

Language: বাংলা
Language: English Translation
  • যেই দেহে অল্প দুঃখে জীব ডাক ছাড়ে।
    মুঞি বিনা সেই দেহ পুড়িলে না নড়ে

    বদ্ধজীব সামান্য মাত্র দুঃখ পাইয়া অসহন-ধর্ম-বশে চীৎকার করিতে থাকে। তদ্দেহ হইতে ভগবান্‌ ও ভক্ত চলিয়া গেলে সেই শরীরটীকে অগ্নি দগ্ধ করিলেও তাহাতে নিজাধিষ্ঠানের পরিচয় দেয় না। ভগবান্‌—অপ্রাকৃত বিভুচৈতন্য, জীব—অণুচিৎ পদার্থ। চেতনের অভাবে চিন্ময়ী সেবা-প্রবৃত্তি না থাকিলে ত্রিবিধ অহঙ্কারের বশবর্তী হইয়া স্বতন্ত্রতা দেখাইতে থাকে। ভগবৎসেবোন্মুখ হইলে এই স্বতন্ত্রতার সুষ্ঠু অনুষ্ঠান হয়, কিন্তু ভগবৎসেবা-বিমুখ জনের ত্রিবিধ-অহঙ্কার-চালিত ইন্দ্রিয়গুলি শুভাশুভ কর্মে প্রবৃত্ত হইয়া ন্যূনাধিক অচিদ্ধধর্মেরই পরিচয় প্রদান কর।

Page execution time: 0.0553379058838 sec