সর্বদেহে মুঞি করোঁ, বোলো, চলোঁ, খাভ।
তবে দেহপাত, যাবে মুঞি চলি যাঙ॥
দিব্যজ্ঞান লাভ করিলে জীবের ত্রিবিধ অহঙ্কার থাকে না। তখন জীব ভগবৎপাদপদ্মে আত্মসমর্পণ করিয়া মুক্ত হন। “দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ। সেইকালে কৃষ্ণ তারে করে আত্মসম॥ সেই দেহ করে তার চিদানন্দময়। অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজয়॥’’ শ্রীগৌরসুন্দর জগাই-মাধাইএর দেহ আত্মসাৎ করিয়া যে-সকল আনুষ্ঠানিক কার্য করান, যাহা কিছু বলান, যেরূপভাবে আচরণ এবং ভোজন করান, সে সকলই বিষ্ণুসেবার অনুকূলে সাধিত হয়। এইরূপে ভগবৎসেবোন্মুখ করাইয়া সেব্য ভগবান্ সেবাশ্রয়ের সহিত পাঞ্চভৌতিক-দেহ প্রপঞ্চের সংরক্ষিত করিয়া চলিয়া যান।