গৌরসুন্দরের জগাই-মাধাইর দেহ আত্মসাৎ ও তদুভয় দেহের অপ্রাকৃতত্ব খ্যাপন—
পূর্ববৎ হৈলা প্রভু গৌরাঙ্গসুন্দর।
হাসিয়া সবারে বলে প্রভু বিশ্বম্ভর॥
শ্ৰীমন্মহাপ্রভুর চতুম্পার্শ্ব বেষ্টন করিয়া যে-সকল বৈষ্ণব সর্বাঙ্গে চারি অঙ্গুলি পরিমাণ ধূলা মাখিয়া বসিয়াছিলেন, তাঁহাদের বহির্দর্শনে মলিনতা দেখা গেলেও তাঁহারা সকলেই পূর্ণপ্রজ্ঞ এবং আবিলতাশূন্য পরমজ্ঞানী।