কৃষ্ণকীর্তনে জগাই-মাধাইর পাতকের বৈষ্ণবনিন্দক-শরীরে
আশ্রয় ও উভয়ের পাপমুক্তি—
প্রভু বলে,—“কালা দেখ দুইর পাতকে।
কীর্তন করহ—সব যাউক নিন্দকে॥
মহাপ্রভু বলিলেন,-জগাই-মাধাইর পাপ-সমূহ কৃষ্ণবর্ণ আকৃতিবিশিষ্ট। তোমরা সকলে হরিকীর্তন কর, তাহা হইলে এই পাপ-কালিমা পাতক ও নিন্দকশ্রেণীর ব্যক্তিদিগকে আশ্রয় করিবে এবং জগাই-মাধাই পাপ-নির্মুক্ত হইবে।