অদ্বৈতোক্তিতে প্রভুর হাস্য ও বৈষ্ণবগণের হরিধ্বনি—
অদ্বৈত-প্রতিভা শুনি’হাসে বিশ্বম্ভর।‘হরি’ বলি’ ধ্বনি করে সব-অনুচর॥