গৌরসুন্দরের লীলা কেবল প্রেমদৃষ্টিতে লভ্য বলিয়া তদ্রহিত
জনের গৌরসুন্দরকে ‘নিমাই পণ্ডিত’ মাত্র জ্ঞান—
হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর।
ক্রীড়া করে,—নহে সর্বনয়নগোচর॥
গৌরসুন্দরের লীলাসমূহ একমাত্র প্রেমদৃষ্টিতে লভ্য। সুতরাং যেখানে প্রীতির অভাব, সেখানে ভগবল্লীলা দৃষ্ট হয় না। ‘প্রেমাঞ্জনচ্ছুরিতভক্তিবিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েহপি বিলোকয়ন্তি। যং শ্যামসুন্দরমচিন্ত্য-গুণ-স্বরূপং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি।