মহাপ্রভুর জগাই-মাধাইকে সেবকরূপে অঙ্গীকার এবং বৈষ্ণব-কৃপারবৈশিষ্ট্য-প্রদর্শনার্থ বৈষ্ণবগণের নিকটউভয়ের জন্য কৃপাভিক্ষা—
প্রভু বলে—“এ দুই মদ্যপ নহে আর।আজি হৈতে এই দুই সেবক আমার॥