মহাভক্ত গজরাজ করিল স্তবন।
একান্ত শরণ দেখি’ করিলা মোচন॥
তথ্য। ত্রিকূট পর্বতের দ্রোণীদেশে বরুণের ঋতুমৎউদ্যানে এক পরম মনোহর সরোবর আছে। একদা এক গজ করিণীগণ সহ তথায় আগমনপূর্বক জলক্রীড়ায় মত্ত হইলে একটি বলবান্ কুম্ভীর গজেন্দ্রের পাদদেশ আক্রমণ করে। গজেন্দ্র অব্যাহতিলাভের চেষ্টায় সহস্র বৎসর ঐ কুম্ভীরের সহিত যুদ্ধ করিয়াও গ্রাহগ্রাস হইতে মুক্তি লাভ করিতে না পারিয়া এবং ক্রমশ হীনবল ও অনন্যোপায় হইয়া ইন্দ্রদ্যুম্ন-স্তোত্রে শ্রীহরির স্তব করিতে থাকিলে ভগবান্ হরি তথায় আবির্ভূত হইয়া চক্রের দ্বারা নক্রের বদন ছিন্ন করিয়া গজেন্দ্রকে মুক্তি প্রদান করেন ( ভাঃ ৮ /২-৩ অঃ)।