এমত প্রকট কেনে করিবে সুজনে?
আর বার আসে যদি লই দেয়ানে॥”
দেয়ান—(ফার্সী দীবান্) রাজসভা, ধর্মাধিকরণ, আদালত, বিচারালয়, দরবার॥
ভাললোক হইলে তাহারা এইরূপ বাড়ী বাড়ী গিয়া অপ্রয়োজনীয় কথা বলিয়া বেড়াইবে কেন? দ্বিতীয়বার আসিলেই তাহাদিগকে ধর্মাধিকরণে বিচারের জন্য ধরিয়া পাঠাইয়া দিব।