এবে সে হইল বেদ—মহাবলবন্ত।এবে সে বড়াঞি করি’ গাইব অনন্ত॥
তোমার প্রভাবে ও আচরণে সম্বন্ধাবিধেয়-প্রয়োজনতত্ত্ব পরম পরিস্ফুট হইল। সুতরাং অনন্তদেব এখন উচ্চকণ্ঠে বৈদিক সত্য গান করিতে পারিবেন।