কেহ বলে,—“এ দুজন কি চোরচর।ছলা করি’ চর্চিয়া বুলয়ে ঘরে ঘর॥
চোরচর—চোরের চর, যাহারা গোপনে সংবাদ লইয়া কার্য সিদ্ধি করে, তাহাদের পক্ষের চর। উহাদিগের অন্য উদ্দেশ্য আছে, তাহা গোপন করিয়া প্রত্যেকের বাড়ী বাড়ী সন্ধান লইয়া বেড়ায়।