‘নারায়ণ’-নাম শুনি’ অজামিল-মুখে।চারি মহাজন আইলা, সেই জন দেখে॥
অজামিল যে সময় নারায়ণ’ নাম উচ্চারণ করিয়াছিলেন, সেই সময় বৈকুণ্ঠদূত-চতুষ্টয় তাঁহার নিকট আগমন করিয়াছিলেন, অজামিল তাহা দর্শন করিয়াছিলেন।