এবে বুঝি’দেখ প্রভু,আপনার মনে।কত কোটি অন্তর আমরা দুই জনে॥
আমাদের দ্রোহ, আর তোমার কৃপা---এই দুইটা বিষয় বিবেচনা করিলে জানিতে পারা যায় যে, তোমার ও আমাদের মধ্যে কত কোটি প্রভেদ।