মোরা দ্রোহ কৈলুঁ প্রিয় শরীরে তোমার।
তথাপিও আমা-দুই করিলে উদ্ধার॥
বেদ-বিরোধী তার্কিক-সম্প্রদায়ের বিচার এই যে, তাহারা লৌকিক কর্মফলের উপরে অধিক নির্ভর করে। আমরা দস্যুবৃত্তি অবলম্বন করিয়া তোমাকে আক্রমণ করিয়াছিলাম, তর্কহত বিচারে আমাদিগকে দণ্ডবিধান করাই তোমার স্বভাব হওয়া উচিত। কিন্তু তাহার প্রতিকুলে তুমি আমাদিগকে উদ্ধার করিলে। এই লোকাতীত জ্ঞান—বেদ-প্রতিপাদ্য।