বেদ-সত্য স্থাপিতে তোমার অবতার।
মিথ্যা হয় বেদ তবে, না কৈলে উদ্ধার॥
আমরা পাপ-পরায়ণ জীব। বৈকুণ্ঠ-নামের দ্বারাই আমাদের উদ্ধারের কথা বেদ-শাস্ত্রে কথিত আছে। সেই সত্যজ্ঞান স্থাপন করিতেই তোমার অবতার। তুমি যদি আমাদিগকে উদ্ধার না কর, তাহা হইলে বৌদ্ধ, জৈন প্রভৃতি বেদ-বিরোধি-সম্প্রদায়। সম্বন্ধাভিধেয়-প্রয়োজন জ্ঞানকে “মিথ্যা’ মনে করিবে।