যে-গুলা চৈতন্যনৃত্যে না পাইল দ্বার।
তার বাড়ী গেলে মাত্র বলে,—‘মার মার’॥
শ্রীবাস-ভবনে শ্রীচৈতন্যদেবের নৃত্যগীতাদিতে যে-সকল ব্যক্তি প্রবেশাধিকার পায় নাই, তাহাদিগের বাড়ীতে প্রচারকদ্বয়। গমন করিলে তাহারা উহাদিগকে আত্ৰমণ করিবার ভাষাসমূহ বলিতে থাকে। কেহ বা প্রহার করিতে উদ্যত হয়। শ্রীচৈতন্যদেবের অনুজ্ঞা-মত বর্তমান শ্রীচৈতন্যমঠের প্রচারকগণও স্থানে স্থানে এইরূপ ব্যবহা অদ্যাবধি পাইয়া থাকেন । শিয়ালদহের ভূতপূর্ব অসদ্ব্যাধি-চিকিৎসক, জাতিগোস্বামী-সমাজ, মর্কট-বৈরাগীর দল, সখীভেকী ও অন্য দ্বাদশ প্রকার উপ বা অপসাম্প্রদায়িক। মায়াবাদি-সম্প্রদায় অধুনাতন কালে এই কথার উদাহরণ স্থল।