Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 255

Language: বাংলা
Language: English Translation
  • সেই জয় প্রভু—তুমি যত কর কাজ।
    জয় নিত্যানন্দ চন্দ্র বৈষ্ণবাধিরাজ

    নিত্যানন্দপ্রভু-বৈষ্ণবাধিরাজ। শুদ্ধ বৈষ্ণবগণ বিপ্রলম্ভরসাশ্রিত ভগবৎসেবায় সর্বদা উৎকণ্ঠ । শ্রীনিত্যানন্দপ্রভু সেই কৃষ্ণান্বেষণ-লীলায় কৃষ্ণসেবার সর্বোৎকৃষ্ট আদর্শ প্রদর্শন করিয়া ভগবান্ গৌরসুন্দরের আধিরাজ্য লাভ করিয়াছেন। শ্রীনিত্যানন্দ যেরূপ কৃষ্ণপ্রেম-প্রদানলীলায় শ্রীচৈতন্য-মহাবদান্যের বিতরণ করিয়াছেন, সেরূপ গৌড়ীয়কে আর কেহই কৃপা করেন নাই। তাঁহার কৃপায় শ্রীগদাধর শ্রীরূপ-সনাতন-স্বরূপ-রঘুনাথাদি ভগবান্ গৌরসুন্দরের অন্তরঙ্গজনগণের সেবায় অধিকার লাভ প্রপঞ্চাগত জীবগণের সম্ভাবনা আছে—এরূপ আশার সঞ্চার করিয়াছেন। যিনি “পাতিয়াছে নামহট্ট জীবের কারণ’ সেই বৈষ্ণবাধিরাজ নিত্যানন্দের নামবিনোদ-কার্যই আচার্যত্ব। সেই বস্তুর বহুবচনান্ত জয়োৎকর্ষতা হউক।

Page execution time: 0.0554111003876 sec