Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 254

Language: বাংলা
Language: English Translation
  • জয় রাজপণ্ডিতদুহিতা প্রাণেশ্বর।
    জয় নিত্যানন্দ কৃপাময় কলেবর

    শ্রীসনাতন মিশ্র রাজপণ্ডিতবংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। শ্রীগীতগোবিন্দ-লেখক জয়দেবপ্রমুখ কবিগণ ‘রাজপণ্ডিত’ বলিয়া প্রসিদ্ধ ছিলেন। সেই রাজপণ্ডিতবংশেরই দুহিতৃসূত্রে শ্রীলক্ষ্মীদেবী শ্রীশ্রীগৌরনারায়ণ সেবা করিবার জন্য অবতরণ করিয়াছিলেন। শ্রীগৌর-নারায়ণের ঐশ্বর্য হইতে বিপ্রলম্ভচেষ্টা প্রদর্শন দেখিয়া লক্ষ্মী স্থির থাকিতে পারিলেন না। তিনি ভগবানের বিপ্রলম্ভলীলার সেবা করিবার জন্য বৈকুণ্ঠের সমস্ত ঐশ্বর্য পরিহার করিয়া শ্রীচৈতন্যলীলার শ্রীচৈতন্য-সেবায় স্বীয় স্বীয় বিপ্রলম্ভানুগত্য প্রকটিত করিয়াছিলেন। শ্রীকৃষ্ণের গৌরলীলায় সম্ভোগরসের বিচারসমৃদ্ধির জন্য যে বিপ্রলম্ভ দুর্ভাগ্য জনগণের পরম বরণীয়, তাহা দেখাইবার জন্যই গৌরসুন্দরের রাজপণ্ডিত দুহিতৃপ্রাণেশ্বরত্ব। ঐ লীলা জয়যুক্ত হউন। ব্রাহ্মী, খরোষ্টী, সানকী, পুষ্করাসাদী প্রভৃতি আকর ভাষাসমূহ হইতে উত্থিত বিভিন্ন ভাষার শব্দসমূহ যে পাণ্ডিত্য বিকাশ করে সেই পাণ্ডিত্য বিদ্বদ্‌রূঢ়িবৃত্তিপ্রকাশে ক্ষীণপ্রভ হইয়া পড়ে। জড়ভোগ-পিপাসা জীবকে অবিদ্যাগ্রস্ত করিয়া সেবাবিমুখ করায়। কিন্তু শ্রীজয়দেবাদি চিন্ময়কবিসমূহ অষ্টাধ্যায়ী গীতগোবিন্দের প্রারম্ভ শ্লোকে তাঁহাদের বংশে জাতা শক্তির শক্তিমত্তত্ত্ব-বিজ্ঞানে ভাবিবিচারের প্রাকট্য সাধন করিয়াছিলেন।

Page execution time: 0.0612599849701 sec