তপস্বী সন্ন্যাসী করে পরম পাষণ্ড।
এই মত লীলা তান অমুতের খণ্ড॥
ইতরদেবযাজী পাষণ্ডকুল নিজ নিজ বাসনার তাড়নায় যে দুর্বৃত্ততাচরণ করিতেছিল, তাহা হইতে মুক্ত হইয়া তাহারা হরিসেবায় নিযুক্ত হইল। এই মধুর লীলা শ্রীগৌরসুন্দরের জীবকুলকে অমৃতাংশ প্রদানের সমুৎকৃষ্ট আদর্শ।