চৈতন্যলীলার বৈশিষ্ট্য ও তদবিশ্বাসীর পরিণাম—
কার শক্তি বুঝিতে চৈতন্য-অভিমত।
দুই দস্যু করে দুই মহাভাগবত॥
শ্রীচৈতন্যদেবের লীলা অত্যন্ত গম্ভীর ও সাধারণ-বিচারে দুষ্প্রবেশ্য। বহুজন্ম ধরিয়া হরিসেবার অনুকূলে অগ্রসর হইলেও জীবের যেমহাভাগবত-অধিকার হয় না, তাহা ক্ষণমাত্রেই অনধিকারী দস্যুদ্বয়ের প্রাপ্যবিষয় হইল। সুতরাং এই শক্তি বিচার করিবার কাহারও অধিকার নাই।