গৃহদ্বার রুদ্ধ করিয়া সপার্ষদ মহাপ্রভুর জগাই-মাধাইকে লইয়া উপবেশন ও উভয়ের প্রেমবিকার—
আপ্তগণ সাম্ভাইলা প্রভুর সহিতে।
পড়িল কপাট, কারো শক্তি নাহি যাইতে॥
আপ্তগণ সাম্ভাইল—প্রভুর নিজ অন্তরঙ্গ জনগণ এবং আত্মসাৎকৃত দস্যুদ্বয় প্রভুর গৃহে প্রবেশ করিলেন। তথায় অন্যের প্রবেশ-নিবারণজন্য দ্বারবন্ধ হইয়াছিল।