জগাই-মাধাই সব বৈষ্ণবে ধরিয়া। প্রভুর বাড়ীর অভ্যন্তরে গেলা লঞা॥
বৈষ্ণবগণ দস্যুদ্বয়কে তাঁহাদের আত্মীয়জ্ঞানে নিজগণে গণনা করিয়া শ্রীগৌরসুন্দরের ভবনে লইয়া গেলেন।