এ দুই-পরশে যে করিল গঙ্গাস্নান।এ দোঁহারে বলিবে সে গঙ্গার সমান॥
দস্যুদ্বয়ের দর্শন স্পর্শনে জীবের পাপ-প্রবৃত্তি জাগরূক হয়; কিন্তু ভগবৎকৃপালব্ধ দস্যুদ্বয়ের পাপ-দর্শন অদ্য পাপনিবৃত্তিকারিণী গঙ্গার স্পর্শনের ন্যায় পবিত্রতা লাভ করিল।