ব্রহ্মার দুর্লভ আজি এ দোঁহারে দিব।
এ দোঁহারে জগতের উত্তম করিব॥
অহৈতুকী কৃপা-পারাবার গৌরসুন্দর দস্যুদ্বয়ের সকল অপরাধ ক্ষমাপন-পূর্বক তাঁহাদিগকে হরিকীর্তন শ্রবণ করাইয়া কীর্তনে যোগদান করিবার অধিকার দিলেন। ইঁহারা জাগতিক দৃষ্টিতে সমাজ-বিদ্রোহী পাষণ্ড ছিলেন । অত্যন্ত অধমতা হইতে ইঁহাদিগকে সর্বোত্তম বিষ্ণুসেবাধিকার প্রদত্ত হইল। প্রাণিকুলের পিতামহব্রহ্মা আধিকারিক- বিচারে যে সৌভাগ্য লাভে বঞ্চিত, আজ তদপেক্ষা অধিক সৌভাগ্য প্রাপ্ত হইয়া ইঁহারা সর্বোত্তম বৈষ্ণবতা লাভ করিলেন। শ্রীগৌরসুন্দরের কৃপা কত বড়, তাহার ইয়ত্তা নাই। তিনি নিতান্ত অধম, অযোগ্য জনগণকে নিৰ্হেতুক দয়াপরবশ হইয়া চিরতরে সর্বোত্তম করাইতে পারেন।