প্রভুর উভয়কে স্বগৃহে লইয়া কীর্তনে যোগদানের অধিকার প্রদান—
মোহ গেল দুই বিপ্র আনন্দ-সাগরে।
বুঝি’ আজ্ঞা করিলেন প্রভু বিশ্বম্ভরে॥
জগাই-মাধাই পবিত্র ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিয়াও ব্রাহ্মণকুলের প্রতিষ্ঠা পরিত্যাগ-পূর্বক দস্যুবৃত্তি লাভ করিয়াছিলেন। এক্ষণে ভগবানের কৃপায় তাঁহাদের পুনর্জীবন লাভ হইল। প্রাপঞ্চিক ভোগ-মূঢ়তা অপসারিত হওয়ায় তাঁহারা সম্বন্ধাভিধেয় প্রয়োজনরূপ ত্রিতত্ত্বাত্মক বেদশাস্ত্রে পারঙ্গতি লাভ করিলেন। তাঁহারা স্বরূপতঃ গৌড়ীয়-বিচারে প্রতিষ্ঠিত হইয়া ভগবৎ-সেবায় নিযুক্ত থাকায় চিদানন্দময় হইলেন। মদনমোহন, গোবিন্দ ও গোপীনাথ তাঁহাদের একমাত্র অনুশীলনীয় বস্তুরূপে প্রতিভাত হওয়ায় মায়ামোহিত ভাব অপসারিত হইল।