‘করিব, করিব’—কেহ বলয়ে সন্তোষে।
কেহ বলে,—“দুইজন ক্ষিপ্ত মন্ত্রদোষে॥
সুজনগণ উপদেশময়ী ভিক্ষায় সন্তুষ্ট হইয়া উহা পালনে সম্মত হন, আবার ভাগ্যহীন কতিপয় ব্যক্তি উহাদিগকে উন্মত্ত দোষে দুষ্ট বলিয়া স্থির করেন।
মন্ত্রদোষে,—মন্ত্রণা বা পরামর্শ-দোষে। মন্ত্রার্থ উপলব্ধির বিকার জন্য মন্ত্রগ্রহণ-ফলে অমঙ্গল লাভ করিয়া।