প্রভু বলে,-“তোরা আর না করিস্ পাপ।
জগাই-মাধাই বলে, —“আর নাৱে বাপ॥”
ভগবদ্বিমুখ জনগণ প্রপঞ্চে ভোগের লোভে আচ্ছন্ন হইয়া নানাবিধ পাপ সঞ্চয় করে। পরম করুণাময় গৌরহরি দস্যুদ্বয়কে ভবিষ্যতে পাপ-প্রবৃত্তিতে রত হইতে নিষেধ করিলেন। জগাই-মাধাই প্রভুর ‘আদেশ সর্বতোভাবে স্বীকার করিয়া আর কখনও পাপ করিবেন না—এরূপ প্রতিজ্ঞা করিলেন।