শ্রীনিত্যানন্দ প্রভু বলিলেন,— আমার নিকট মাধাই অপরাধ করে নাই। আমি জন্মে জন্মে তোমার যাবতীয় সেবা করিয়াছি, সেই সৌভাগ্যফল অদ্য মাধাই দৌরাত্ম্য করিয়া তোমার নিকট হইতে প্রাপ্ত হইল। সুতরাং আমার নিকট মাধাইয়ের যে অপরাধ, সকলই তুমি ক্ষমা করিয়া মাধাইকে নিষ্কপট কৃপা করিয়াছ। অতএব বিচারকাপট্যরূপ মায়া পরিত্যাগ করিয়া মাধাইকে অহৈতুকী কৃপা কর॥২১৯-২২০॥
মাধাইকে আলিঙ্গন-দানার্থ মহাপ্রভুর নিত্যানন্দকে আদেশ—
বিশ্বম্ভর বলে,—“যদি ক্ষমিলা সকল।
মাধাইরে কোল দেহ, হউক সফল॥”