নিত্যানন্দের নিজ-সৌভাগ্য-বিনিময়ে প্রভুস্থানে মাধাইর জন্য কৃপাভিক্ষা—
নিত্যানন্দ বলে,—“প্রভু, কি বলিব মুঞি?
বৃক্ষদ্বারে কৃপা কর—সেহ শক্তি তুঞি॥
“দেবগণের বিপৎকালে তুমি তাহাদিগকে রক্ষা কর —মানবাদি প্রাণীর সঙ্কট উপস্থিত হইলে তুমি তাহাদিগকে রক্ষা কর। মানবাদি প্রাণীর ন্যায় চেতনবিশিষ্ট না হইলেও উদ্ভিদ-সমূহকে রক্ষা করিবার শক্তিও তোমার আছে”—শ্রীমন্নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে এই কথা বলিলেন।