Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 209

Language: বাংলা
Language: English Translation
  • আমা হৈতে এই নিত্যানন্দ-দেহ বড়।
    তোর স্থানে এই সত্য কহিলাম দৃঢ়

    মহাপ্রভু মাধাইএর বাক্য শুনিয়া নিত্যানন্দের অঙ্গে আঘাত করায় তাহার পরিত্রাণ হইবে না, বলিলেন। তদুত্তরে মাধাই কৃষ্ণলীলা ও রামলীলার কথার আবাহন করিয়া বলিল,—“পূর্ব পূর্ব অসুরগণ বিষ্ণু-বিদ্বেষ করিয়াও মুক্তিলাভ করিয়াছে। কিন্তু এক্ষেত্রে আমাদের ন্যায় অসুর পরিত্রাণ লাভ করিবে না কেন?” এতৎপ্রসঙ্গে মহাপ্রভু বলিলেন,—“বিষ্ণুবিদ্বেষ অপেক্ষা। বিষ্ণুসেবক নিত্যানন্দের অঙ্গে আঘাত করা গুরুতর অপরাধ। ভগবদঙ্গ আক্রমণ করা অপেক্ষা শ্রীনিত্যানন্দের প্রতি দৌরাত্মা করা অধিক অপরাধের কথা।

Page execution time: 0.0422401428223 sec