“দুইজনে একঠাঞি কৈল প্রভু পাপ।অনুগ্রহ কেনে প্রভু কর দুই ভাগ?॥
মাধাই বলিল,আমরা উভয়ে একযোগেই পাপকর্ম করিয়াছি। একজনের প্রতি অনুগ্রহ ও অপরের প্রতি নিগ্রহ এইরূপ দুইপ্রকার বিচার ঠিক নহে।