জগাই-মাধাইর চরিত্র—
এক জীব, দুই দেহজগাই-মাধাই।
এক পুণ্য, এক পাপ, বৈসে এক ঠাঞি॥
জগাই ও মাধাই উভয়ে একযোগে, কেহ বা কখনও সৎকার্যের ব্যপদেশে অসন্নিবারণ করে এবং অন্য সময় সেই আবার পাপে প্রবৃত্ত হইলে অপরে তাহাকে পাপ হইতে রক্ষা করে। সুতরাং উভয়েই দুষ্ট। জগাইএর পুরস্কার দেখিয়া মাধাইএর চিত্ত পরিবর্তিত হইল।