জয় জয় মহাপ্রভু শ্রীগৌরসুন্দর।
জয় নিত্যানন্দ সর্বসেব্যকলেবর॥
সর্বসেব্যকলেবর,—শ্রীমন্নিত্যানন্দ প্রভু—স্বয়ং-প্রকাশতত্ত্ব; সুতরাং যে-সকল ব্যষ্টি লইয়া সমষ্টি হয়, সে-সকলেরই ভজনীয় বস্তু। তাঁহা হইতেই সকল-কারণ-কারণ কারণোদশায়ী মহাবিষ্ণু, সর্বভূতান্তর্যামিসমষ্টি গর্ভোদশায়ী বিষ্ণু, এবং ব্যষ্টি-বিষ্ণু অনিরুদ্ধ, —সকলই প্রকটিত। ‘সর্ব’ ও ‘অসর্ব’-বস্তু-সমূহের সেব্য কৃষ্ণ সর্বসেব্য-কলেবর নিত্যানন্দেরই সেবা গ্রহণ করেন। কৃষ্ণের সর্বশক্তি-প্রসূত সর্ববস্তুই নিত্যানন্দের সেবা করেন।