যে অভীষ্ট চিত্তে দেখ,—তাহা তুমি মাগ’।
আজি হৈতে হউ তোর প্রেমভক্তিলাভ ॥”
ভক্তবৎসল ভগবান্ গৌরসুন্দর নিত্যানন্দ-প্রভুর নিকট ‘মাধাইয়ের আক্রমণ হইতে জগাই রক্ষা করিয়াছে’ শুনিয়া জগাইকে প্ৰেমালিঙ্গন-পূর্বক বলিলেন, —নিত্যানন্দকে আক্রমণ হইতে রক্ষা করিতে গিয়া তুমি যে কার্য করিয়াছ, তাহাতে আমি তোমার নিকট বিক্রীত হইয়াছি। আমার আশীর্বাদে তুমি কৃষ্ণে প্রেমভক্তি লাভ কর।