এইমত নদীয়ায় প্রতি ঘরে ঘরে।
বুলিয়া বেড়ান দুই জগৎ-ঈশ্বরে॥
শ্রীনিত্যানন্দ প্রভু ও শ্রীনামাচার্য হরিদাস ঠাকুর—ইঁহারা উভয়েই জগদীশ্বর। জগতের লোকসকল ভ্রমপথকেই ‘গন্তব্য’ মনে করিয়া বিপদে পতিত হয়। এই দুই ঈশ্বর বিপথগামী ভ্রান্ত জীবকুলের নিয়ামক হইয়া তাহাদিগের মঙ্গল বিধান করেন। প্রজল্প হইতে রক্ষা করিয়া বাক্যের দ্বারা ভগবৎসেবা-কার্যের পথপ্রদর্শক ঠাকুর হরিদাস জীবের কুচিন্তাকারী মনকে সংযত করান, শরীরকে ও শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গকে কৃষ্ণভজন-বিমুখতা হইতে রক্ষা করিবার চিন্তাস্রোতের আবাহন করিয়া তাহাদিগকে শারীরিক দুর্গতি হইতে বিমুক্ত করেন। আর প্রভু নিত্যানন্দ জগতের নিরানন্দ অপসারিত করিয়া জীবকুলকে নিত্যানন্দে নিমজ্জিত করেন।