সকল লোকের চিত্ত হইল সশঙ্ক।কিবা বড়, কিবা ধনী, কিবা মহারঙ্ক॥
নবদ্বীপবাসী মহৎ, ধনী, দরিদ্র সকলেই এই দস্যুদ্বয়ের ব্যবহারে ভীত হইল। রঙ্ক-কৃপণ, দরিদ্র।