Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 160

Language: বাংলা
Language: English Translation
  • যে পাপিষ্ঠ এক বৈষ্ণবের পক্ষ হয়।
    অন্য বৈষ্ণবেরে নিন্দে
    , সেই যায় ক্ষয়

    পাপচিত্ত হরিবিমুখ জনগণ শুদ্ধবৈষ্ণবদিগের মধ্যে পরস্পরের মতভেদ আছে মনে করিয়া তাহাদের অপস্বার্থপর বিচারে একের পক্ষ গ্রহণ পূর্বক অপরের ভজনানুষ্ঠানের নিন্দা করে। কিন্তু উভয় বৈষ্ণবই ভগবৎসেবাপর; তাঁহাদের মধ্যে পরস্পর বৈষম্য কল্পনা করিয়া একজন অসতের মত সমর্থনকারী, সুতরাং শ্রেষ্ঠ এবং অপরে তাঁহাদের মঙ্গলাকাঙ্‌ক্ষা করিয়া শোধন প্রার্থনা করেন বলিয়া তাহাদের বিরোধি-জ্ঞানে তাঁহাকে গর্হণপূর্বক বৈষ্ণবগণের মধ্যে পরস্পর ভেদের সম্ভাবনা আছে—এরূপ মতবাদের প্রচার করেন এবং তৎফলে নিজ সর্বনাশ ডাকিয়া আনেন।

Page execution time: 0.039351940155 sec