গৌরভক্তি পরিত্যাগ করিয়া অদ্বৈতের বিমুখমোহন
মায়াবাদে আস্থায় অদ্বৈতের দ্বারা
সংহার—
করয়ে অদ্বৈত-সেবা, চৈতন্য না মানে।
অদ্বৈত তাহারে সংহারিবে ভাল মনে॥
যাঁহারা শ্রীচৈতন্যদেবের ভক্তিপথ পরিহার করিয়া অদ্বৈত প্রভুর বিমুখ-মোহন-মায়াবাদে আস্থা স্থাপন করেন, সেই সকল মর্ত্যজীবগণকে অদ্বৈতপ্রভু রুদ্রবৃত্তির আবাহন করিয়া ধ্বংস করিবেন। শ্রীচৈতন্যানুচরগণ আপনাদিগের স্বরূপের অণুচৈতন্য বুঝিতে পারিয়া ভক্তিপথে অবস্থিত হন , আর চৈতন্যবিমুখ কেবলাদ্বৈতিগণ শ্রীঅদ্বৈত প্রভুর মায়াজালে আবদ্ধ হইয়া সেবা বৈমুখ্য-গ্রহণে তৎপর হন। ভাগ্যই কল্যাণ ও আমঙ্গলের বিধাতা। যেহেতু, বদ্ধজীব স্বীয় স্বতন্ত্রতার অপব্যবহারে স্বেচ্ছাচারী হইয়া সেবা-বিমুখতা লাভ করে; আর স্বতন্ত্রতার সদ্ব্যবহার-দ্বারা শ্রীকৃষ্ণ-পাদপ্রান্তে উপনীত হইবার যোগ্যতা লাভ করিতে সমর্থ হন।